FREQUENTLY ASKED QUESTIONS

আন্ড্রয়েড মোবাইল থেকে কোর্সের প্রায় সকল কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ থাকলেও ভালো লার্নিং এক্সপেরিয়েন্সের জন্য ল্যাপটপ বা কম্পিউটার থাকলে বেশি উপকৃত হওয়া যাবে।

– ট্যাব/ল্যাপটপ/ডেস্কটপ।

আপনি Live Class এর পর  ভিডিওগুলো ডাউনলোড করে দেখতে পারবেন।

যেভাবে IOM এ ভর্তি হবেন?
বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য: https://schoolmaktab.com/tutorial/
ধাপসমূহ: https://youtu.be/9E_NQ82x1z8
১। বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে প্রথম ১৫০০ টাকা ভর্তি ফি পরিশোধ করুন। পেমেন্ট ডিটেইলস: https://schoolmaktab.com/payment/
২। ওয়েবসাইটে Admission>Online Admission ক্লিক করুন এবং ফর্মটি পুরন করুন। ফর্ম পুরনের সময় আপনার পেমেন্ট মেথড এবং ট্রান্জেকশন আইডি উল্লেখ করুন: https://schoolmaktab.com/apply/
৩। ভর্তি কম্প্লিট হয়ে গেলে ক্যাম্পাস লগিন ডিটেইলস এবং ইন্সট্রাকশন ভিডিও আপনার মেইলে সেন্ড করা হবে। সেইভাবে ক্যাম্পাসে লগিন করুন।
৪। ক্লাশ শুরুর আগে ক্যাম্পাসে দেওয়া লিঙ্ক ও ইন্সট্রাকশন অনুযায়ী লাইভ ক্লাশে জয়েন করুন।

জ্বি, ভার্চুয়াল ক্লাসরুম ফ্যাসিলিটি থাকবে, ইনশা আল্লাহ। শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে লগ ইন করে পরীক্ষা, অ্যাসাইনমেণ্ট সহ কোর্স সম্পর্কিত সকল বিষয়াবলী সেখানে পাবে।

এটি অনলাইন ভিত্তিক কোর্স। সম্পূর্ণ কোর্সটি ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হবে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কেউ কোর্সে অংশগ্রহণ করতে পারবে।

মডিউল পরীক্ষা১৫%
মিড-টার্ম পরীক্ষা৩০%
টার্ম-ফাইনাল পরীক্ষা৪০%
মডিউল অ্যাসাইনমেণ্ট৫%
কোর্স অ্যাসাইনমেণ্ট১০%
পাশ নম্বর৪০%

পাঠ্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে পাবেন।

কোর্সে সর্বমোট ৩ বছর সময় লাগবে। প্রতি ৬ মাসে এক সেমিস্টার। মোট ৬ সেমিস্টার।

বাংলা পড়া এবং লেখা জানলেই হবে।

ক্লাসের সময় সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে পাবেন।

না, এটা সম্পূর্ন অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। যেটা কোন বিশেষ দল বা গুষ্টির না। কিন্তু সাবজেক্টের প্রয়োজনে যে শিক্ষকবৃন্দ ক্লাশ নিবেন উনারা হয়ত কখনও কওমি আলেম কিংবা সালাফী আলেম কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলার। ক্লাশের বিষয়গুলো কোরআন  ও হাদীস অনুসরন করেই পড়ানো হবে ইনশাআল্লাহ। 

না, ক্লাশের জন্য নিকাব পড়া লাগবে না । কারন কোন স্টুডেন্টের ভিডিও টিচার বা অন্য কোন স্টুডেন্ট দেখবে না। শুধুমাত্র টিচারের ভিডিও এবং লেকচার কিংবা স্লাইড সবাই দেখবেন। আর তাজবীদ ক্লাশে উচ্চারন শোনার জন্য মেয়েদের আলাদা একটা গ্রুপ করে দেওয়া হবে যার ফলে মেয়েদের কন্ঠ শুধু মেয়েরাই শুনবে এবং শিক্ষক। অন্যদিকে সব স্টুডেন্ট ক্লাশে প্রবেশের সময় তার আইডি দিয়ে লগইন করবে। কেউ নাম দিয়ে লগ ইন করবে না। ফলে কে ছেলে কে মেয়ে এইটা কেউ আইডিয়া করতে পারবে না।

IOM এর ৩ বছরের কোর্স শেষ করার পর আরও ৩/৪ বছর যেকোন একটা মাদ্রাসায় পাড়াশুনা করলে দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারবেন। আর এই পড়াশোনার জন্য আপনি আমাদের নির্ধারিত কিছু মাদ্রাসায়ও ভর্তি হতে পারবেনন অথবা অন্য যেকোন মাদ্রাসায় ভর্তি হতে চাইলে আমাদের মাদ্রাসা থেকে চিঠি নিয়ে ভর্তি হতে পারবেন ইনশআল্লাহ।   এজন্যও IOM ইনশাআল্লাহ আপনাকে সবধরনের সাহায্য করবে।  আর IOM  এ মোটামুটি মাদানী নেসাব সিলেবাসের ৬০-৭০% শেষ করা হবে ইনশাআল্লাহ।

দ্বীন শিক্ষার জন্য সর্বপ্রথম এবং প্রধান মাধ্যম অফলাইন কোর্স করা বা মাদ্রাসায় গিয়ে পড়া। অর্থাৎ উস্তাদের কাছে সরাসরি গিয়ে দ্বীন শিখা। এখন অনেক মাদ্রাসাতেই নৈশ কোর্স চালু আছে। সর্ব প্রথম চেষ্টা করতে হবে এরকম কোথাও যুক্ত হওয়া।যাদের এই সুযোগ একেবারেই নেই তাদের জন্য অনলাইন মাদ্রাসা।
এখন পর্যন্ত অনলাইনে সম্পূর্ন মাদ্রাসা হিসেবে জনপ্রিয় দুইটা মাদ্রাসা: IOU এবং IOM।
অন্যদিকে আরও কিছু অনলাইন প্লাটফর্ম যেমন: IOA, IIRT উনারা এখনও পুরোপুরি অনলাইন মাদ্রাসা চালু করেন নাই। বরং উনারা কিছু সাবজেক্ট(আকিদা, ফিকহ ইত্যাদি) পড়াচ্ছেন।

IOU ড: বিলাল ফিলিপসের প্রতিষ্ঠান। গাম্বিয়াতে এর শুরু।
অন্যদিকে বাংলাদেশের প্রথম অনলাইন মাদ্রাসা IOM ।
IOM এখন স্টুডেন্ট প্রায় ৫০০ এর কাছাকাছি। এর মধ্যে প্রায় ১০০ এর কাছাকাছি এমবিবিএস ডক্টর, ১৫০ এর কাছাকাছি ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার জেনারেল লোকজন পড়ছে।

১। মিডিয়াম:
আপনি যদি ইংরেজীতে দক্ষ হন সেক্ষত্রে IOU এ ভর্তি হতে পারেন।
আর যদি বাংলায় কোর্স করতে চান IOM।

২। খরচঃ IOU তে সেমিস্টার ৪ মাসের, ফি ৯০ ডলার। প্রায় ৮০০০ টাকা। ৪ মাস পর পর ৮০০০ টাকা দেওয়া লাগে সেই হিসেবে মাসে ২০০০ টাকা।
অন্যদিকে IOM এর মাসিক খরচ ৫০০ টাকা। যা অনেকেটাই সবার সাধ্যের মধ্যে।

৩। লাইভ ক্লাশ:
IOU তে এখন লাইভ ক্লাশ এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পূর্বের রেকর্ড করা ভিডিও দেখে ক্লাশ করতে হবে।
অন্যদিকে IOM এ ১০০% ক্লাশ লাইভ।
তাই লাইভ ক্লাশে ক্লাশ করে যে রিয়েল ফিলিংস রেকর্ডেড ক্লাশ অনেকটা ইউটিউব ভিডিও দেখার মতই।
৪। সময়:
IOU তে কিছু লাইভ ক্লাশ হলেও সময় বাংলাদেশের সাথে মিলে না।
আর IOM এ সব ক্লাশ রাত ৯ টা থেকে ১১ টা। সপ্তাহে ৪ দিন। যেটা সবার জন্য জয়েন করা সহজ।
৫। IOU তে শুধু এমসিকিউ পরীক্ষা হয়। যেটার মাধ্যমে একজন স্টুডেন্টকে পরিপূর্ন যাচাই করা যায় না। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে তাজবীদ শুদ্ধ হয় না।
অন্যদিকে IOM এ ছেলেদের জন্য ছেলে উস্তাদ এবং মেয়েদের জন্য মেয়ে উস্তাদ প্রত্যেককে ধরে ধরে কোরআন শুদ্ধ করেন।
আর অন্যদিকে পরীক্ষার ক্ষেত্রেও এমসিকিউ এবং ভাইবা দুইটা হয়।
৬। IOU যোগাযোগ: www.iou.edu.gm
IOM যোগাযোগ: www.schoolmaktab.com
https://www.facebook.com/schoolmaktab.com/

আল্লাহ আমাদের সবার দ্বীনের পথের যাত্রাকে কবুল করুন।

IOM একটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। যেমন: ছয়জন ওস্তাদের হাদিয়া, স্টাফদের বেতন, সার্ভার ভাড়া, ভার্চুয়াল ক্যাম্পাস ভাড়া, ইন্টারনেট বিল, স্ট্রিমিং সার্ভার ভাড়া,  বিজ্ঞাপন ইত্যাদি। সেই হিসেবে প্রতি মাসে খরচ প্রায় লক্ষাধিক টাকা।  আর এই সমস্ত খরচের সামান্য অংশই স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়। 

Content Protection by DMCA.com
Supportscreen tag